যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখার অর্থ সম্পাদক হারুন শেখকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাঁখারীগাতি গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হারুন শেখ ওই গ্রামের মৃত ইসহাক শেখের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে নারীঘটিত অভিযোগ রয়েছে। প্রাথমিকভাবে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখানো হয়েছে।
শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং প্রমাণ মিললে পরবর্তীতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হতে পারে।

