যশোরে স্কুলছাত্রী অপহরণ: 

আরো পড়ুন

যশোরে  এক স্কুলছাত্রীকে (১৭) অপহরণের অভিযোগে তানভীর ইসলাম বিপন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দিবাগত রাতে কোতোয়ালি থানা পুলিশের অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গ্রেপ্তার তানভীর শহরের পুরাতন কসবা পালবাড়ি গাজীরঘাট রোডের মোহাম্মদ শরীফের ছেলে।

অপহৃত ছাত্রীর মা কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মামলায় তানভীর ছাড়াও তার বাবা মোহাম্মদ শরীফ ও মা-কে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, মেয়েটি স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অসুস্থতার কারণে সে বর্তমানে বিদ্যালয়ে যাওয়া বন্ধ রেখেছে। এর মাঝেই তানভীর দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করছিল এবং প্রেমের প্রস্তাব দিচ্ছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় মেয়েটিকে অপহরণের হুমকিও দেয় সে।

ঘটনার দিন, গত ২৮ জুন বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রীটি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকলে তানভীর ও তার বাবা-মা মিলে মুখ চেপে জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভিকটিমের মা। প্রথমদিকে পরিবারের সঙ্গে যোগাযোগ করলে মেয়েকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও পরে তারা অস্বীকৃতি জানায়। এরপর বাধ্য হয়ে থানায় অভিযোগ করেন তিনি।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার মণ্ডল জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ জুলাই রাত দেড়টার দিকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপহৃত ছাত্রীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।”

ঘটনার পর থেকেই অন্য দুই অভিযুক্ত পলাতক রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মেয়েটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয় সচেতন মহল।

আরো পড়ুন

সর্বশেষ