নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে ঘটেছে এক নির্মম হত্যাকাণ্ড। মাত্র একটি মোটরসাইকেল কেনার টাকার জন্য নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে মো. ইয়াসিন (২২) নামে এক যুবক। নিহত পিতা মো. মাহবুব (৪২) কৃষিকাজে নিয়োজিত ছিলেন।
ঘটনাটি ঘটে শুক্রবার (৫ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চায়। কিন্তু কৃষক মাহবুব সেই আবদার পূরণে অপারগতা প্রকাশ করলে দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ইয়াসিন ক্ষিপ্ত হয়ে বাড়ির ভেতরে থাকা একটি হাতুড়ি দিয়ে বাবার মাথা ও শরীরে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। গুরুতর আহত মাহবুব মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে ইয়াসিন পলাতক রয়েছে।
স্থানীয়দের দাবি, ইয়াসিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং আগেও পারিবারিক নানা বিষয়ে হিংস্র আচরণ করেছে। তার ভয়ঙ্কর আচরণে পরিবারসহ প্রতিবেশীরাও আতঙ্কিত থাকতেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং তা ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।”
এ মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। মাদকাসক্ত একজন সন্তানের এমন নিষ্ঠুরতায় পারিবারিক মূল্যবোধের অবক্ষয় এবং মাদক নিয়ন্ত্রণের বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠেছে—যা সমাজের জন্য একটি ভয়াবহ বার্তা বহন করছে।