মনিরামপুরে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, সন্তানদের খাবার যোগাতে হিমশিম খাচ্ছেন দিনমজুর বাবা

আরো পড়ুন

যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের হালসা গ্রামে ডলি খাতুন নামে এক গৃহবধূ একসঙ্গে তিনটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গৃহবধূ ডলি খাতুনের স্বামী বাবলু রহমান পেশায় একজন দিনমজুর। তিন পুত্র সন্তান ও তাদের মায়ের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে তাকে শেষ সম্বল বিক্রি করতে হয়েছে এবং নিতে হয়েছে ধার-দেনা।

গত ৭ এপ্রিল খুলনার একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে জন্ম হয় এই তিন নবজাতকের। তবে জন্মের সময় শিশুরা অপুষ্ট ও স্বল্প ওজনের ছিল বলে তাদের হাসপাতালে আটদিন আইসিইউতে রাখা হয়। চিকিৎসা ব্যয় মেটাতে বাবলু পরিবারিক সহায়-সম্পদ বিক্রি করে প্রায় আড়াই লাখ টাকা ব্যয় করেছেন।

বাবলু জানান, তিনি ও তার স্ত্রী ডলি প্রায় ১৬ বছরের দাম্পত্য জীবনে বুশরা খাতুন (১৪) ও মুতাসিম বিল্লাহ (১০) নামে দুটি সন্তান পেয়েছেন। দীর্ঘ প্রায় ১০ বছর পর আবার সন্তান সম্ভাবনা দেখা দিলে তারা তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন, কিন্তু হঠাৎ করেই ডলির গর্ভে তিনটি সন্তান আসে, যা তাদের জন্য আনন্দের পাশাপাশি এক বড় চ্যালেঞ্জও বয়ে আনে।

তিন নবজাতকের নাম রাখা হয়েছে প্রিয়নবী হযরত মুহাম্মদ (সা.) এর তিন সাহাবির নামে—আলী, ওমর ও ওসমান। বর্তমানে তারা সুস্থ থাকলেও, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনজনের জন্য প্রতি দেড়দিনে এক কৌটা (৪০০ গ্রাম) দুধ প্রয়োজন হয় যার মূল্য ১,০৫০ টাকা। বাবলুর আয়ে এই ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, “দিনে মজুরির কাজ করি, বিকেলে সেলুনে কাজ করি। তবুও এই দুধ কেনার খরচ চালানো সম্ভব হচ্ছে না। সন্তানদের মুখের আহার জোগাতে সমাজের সহৃদয় ও বিত্তবান মানুষের সহায়তা কামনা করছি।”

 

আরো পড়ুন

সর্বশেষ