সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনের মাধ্যমে প্রতারণা, ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাতের অভিযোগে যশোরের এক যুবক থানায় মামলা করেছেন। মামলার অভিযুক্ত নীল হাসান নামের এক নারী, যিনি আদম পাচারের একটি চক্রের সদস্য বলে জানা গেছে।
ভুক্তভোগী রিপন আহমেদ (৩৯), যশোর সদর উপজেলার খড়কী বামনপাড়ার বাসিন্দা। তিনি জানান, মালয়েশিয়ায় অবস্থানকালে ২০২০ সালে ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে ‘কানাডা ভিসা প্রসেসিং’ সংক্রান্ত একটি ওয়েবসাইটে নিজের নাম-ঠিকানা ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করেন। এরপর ওয়েবসাইট কর্তৃপক্ষের পক্ষ থেকে যোগাযোগ করেন নীল হাসান নামের এক নারী, যিনি ঢাকার কদমতলীর বাসিন্দা বলে নিজেকে পরিচয় দেন।
রিপনের অভিযোগ, প্রথমে রেজিস্ট্রেশনের নামে ৩২,৫০০ টাকা ও পরে কিস্তিতে আরও ১ লাখ ১৫ হাজার টাকা আদায় করে চক্রটি। এরপর হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথোপকথনের সময় গোপনে স্ক্রিন রেকর্ড করে তা এডিট করে কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও তৈরি করা হয়। এগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে ধাপে ধাপে ৮ লাখ টাকা আদায় করা হয়।
২০২3 সালের ২৯ ডিসেম্বর রিপন দেশে ফিরলে, নীল হাসান তাকে কৌশলে ঢাকায় নিয়ে যান এবং ভিডিও ও ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে। পরে কাজী ডেকে ২০ লাখ টাকা দেনমোহরে বিয়ের ফাঁদে ফেলে। সেইসাথে নগদ ৮ লাখ টাকা ও আনুমানিক ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।
বর্তমানে ওই নারী ও তার সহযোগীরা রিপনের আত্মীয়-স্বজনের কাছেও আপত্তিকর ভিডিও পাঠিয়ে হুমকি দিচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। যশোর কোতোয়ালি থানায় মামলাটি রেকর্ড হয়েছে এবং তদন্ত করছে জেলা গোয়েন্দা (ডিবি) শাখা।

