গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

আরো পড়ুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই মাসের গণআন্দোলন দমন করতে পরিচালিত গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (১ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া শুরু হচ্ছে।

পোস্টে তিনি শহীদ ছাত্রনেতা ওয়াসিমের পিতার একটি আবেগঘন ছবি শেয়ার করে লিখেন, “জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানোদের মধ্যে ছাত্রদল নেতা ওয়াসিম ছিলেন অন্যতম। আবু সাঈদ, মুগ্ধ এবং ওয়াসিমের পরিবারের—অথবা আমাদের সবার—বিচারের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।”

ড. আসিফ নজরুল আরও বলেন, “নির্বিচারে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া এখন শুরু হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিচার সম্পন্ন করা হবে। আশা করি, সুষ্ঠু বিচারের মাধ্যমে শেখ হাসিনা ও অন্যান্য অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হবে।”

প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করতে গিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার, তাদের দলীয় ক্যাডার, প্রশাসনের অনুগত অংশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। ইতোমধ্যে এসব অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা গৃহীত হয়েছে এবং তদন্ত চলছে।

আইন উপদেষ্টার মতে, “এই বিচার শুধু একটি রাজনৈতিক চর্চার নয়, বরং একটি ঐতিহাসিক দায়মুক্তি থেকে জাতিকে মুক্ত করার পদক্ষেপ।”

 

আরো পড়ুন

সর্বশেষ