নাশকতার দুটি পৃথক মামলায় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ মোট ৩৯১ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) যশোরের দুটি পৃথক আদালত এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ অক্টোবর প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অবমাননার প্রতিবাদে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আটজন নেতাকর্মীকে আটক করা হয়। পরে কোতোয়ালি থানায় বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়, যার বিচার চলছিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতে।
তবে মামলার সাক্ষীরা উপস্থিত না হওয়ায় অভিযোগ প্রমাণে ব্যর্থ হয় রাষ্ট্রপক্ষ। ফলে বিচারক এসএম আশিকুর রহমান সব আসামিকে মামলা থেকে খালাস দেন।
এ ছাড়া, ২০১৩ সালের ২৮ নভেম্বর ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার অভিযোগে দায়েরকৃত আরেক মামলায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ২১৫ নেতাকর্মীকেও অব্যাহতি দিয়েছেন আদালত।
ঝিকরগাছা থানার তৎকালীন এসআই সৈয়দ কামরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করেছিলেন। মামলাটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতে বিচারাধীন ছিল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক জুয়েল অধিকারী আসামিদের অব্যাহতি প্রদান করেন।

