অভয়নগরে কৃষক দল নেতা তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা, 

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে ও কুপিয়ে তরিকুল ইসলাম (৫০) নামের এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডহর মশিয়াহাটী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ জনতা অন্তত ২০টি বাড়িতে অগ্নিসংযোগ করেন।

তরিকুল ইসলাম উপজেলার ধোপাদী গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে এবং নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি ছিলেন। পরিবার বলছে, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর উত্তেজিত জনতা সুন্দলী বাজারের দুটি দোকানে আগুন দেন এবং চারটি দোকান ভাঙচুর করেন। ফায়ার সার্ভিস, সেনা ও পুলিশের সহায়তায় রাত ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ চলছিল।

অভয়নগর থানার ওসি আবদুল আলিম জানান, গুলি ও কুপিয়ে তরিকুলকে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরো পড়ুন

সর্বশেষ