যশোরে রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জেলা পূজা পরিষদের

আরো পড়ুন

যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ মল্লিক কর্তৃক দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা পূজা পরিষদের সভাপতি রবিন কুমার পাল লিখিত বক্তব্যে বলেন, “ব্যক্তিগত আক্রোশ থেকেই বিনয় কৃষ্ণ মল্লিক জেলা পূজা পরিষদের সভাপতি দীপংকর দাস রতন ও সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষসহ অন্য নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা করেছেন। তারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নন এবং নির্বাচনেও রাজনৈতিক প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।”

তিনি আরও বলেন, জেলা পূজা পরিষদ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়, সংখ্যালঘুদের অধিকার আদায়ে, জাতীয় দিবস উদযাপন ও সমাজসেবামূলক নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে কাজ করে আসছে। সরকারের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

রবিন কুমার পাল দাবি করেন, পূজা পরিষদ নেতৃবৃন্দ নিজেদের গর্বিত বাংলাদেশি মনে করেন এবং সংলাপের মাধ্যমে সব সমস্যা সমাধানে বিশ্বাসী। তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান, সনাতনী সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা পরিষদের সহ-সভাপতি দুলাল সমাদ্দার, সদস্য বাবু হালদার, দেবাশীষ রায়, মহিলা সম্পাদক অর্চনা অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক অঞ্জন সাহা, গণসংযোগ সম্পাদক গৌরব ঘোষ, প্রশান্ত সরকার, গৌতম কর্মকার ও পৌর শাখার সাধারণ সম্পাদক উৎপল কুমার ঘোষসহ অন্যান্য নেতাবৃন্দ

আরো পড়ুন

সর্বশেষ