ঝিনাইদহে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১

আরো পড়ুন

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বকুড়িয়া বটতলা এলাকায় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামসুল আলম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোভ্যানচালক আমির হোসেন (৬০)। শনিবার বিকেল ৫টার দিকে কানাইডাঙ্গা মাঠ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুল আলম ও আহত আমির হোসেন ঝিনাইদহের জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, শামসুল আলম ব্যাটারি কেনার জন্য সকালে যশোরে যান এবং আমির হোসেনের অটোভ্যান ভাড়া করে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগতির ট্রাক (নং কুষ্টিয়া-ট-১১-২৪১০) তাদের বাহনের মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই মারাত্মক আহত হন।

তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক শামসুল আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আমির হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর মহেশপুর থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ হস্তান্তর করেছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে

 

আরো পড়ুন

সর্বশেষ