প্রতিপাদ্যে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

আরো পড়ুন

 

নিজস্ব প্রতিবেদক

দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই” প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যশোর আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মো. মাইনুল হক, বিশেষ জজ আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এবং যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আইনগত সহায়তার গুরুত্ব ও সুবিধা নিয়ে বক্তব্য রাখেন এবং সাধারণ মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ