যশোরের ঝিকরগাছা উপজেলায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চরম রহস্য ও চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চিকিৎসকের মৃত ঘোষণার পর দাফনের প্রস্তুতি চলাকালে হঠাৎ ওই যুবক নড়ে ওঠায় এবং শ্বাস-প্রশ্বাস নেওয়ায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ২৮ বছর বয়সী যুবক নূর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কান্নার রোল পড়ে নূর হোসেনের পরিবারে। মরদেহ বাড়িতে নিয়ে এসে দাফনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। কিন্তু শেষ বিদায়ে মরদেহ গোসল বা কাফন পরানোর প্রস্তুতির সময় উপস্থিত স্বজনরা লক্ষ্য করেন, নূর হোসেনের শরীর নড়াচড়া করছে। এক পর্যায়ে তিনি স্বাভাবিক মানুষের মতো শ্বাস-প্রশ্বাস নিতে শুরু করেন বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
এই অবিশ্বাস্য ঘটনার খবর ছড়িয়ে পড়লে কয়েকশ মানুষ নূর হোসেনের বাড়িতে ভিড় জমান। উপস্থিত অনেকের কাছে এটি ‘অলৌকিক’ মনে হলেও, স্থানীয় সচেতন মহল এটিকে চিকিৎসকদের চরম গাফিলতি হিসেবে দেখছেন। সাধারণ মানুষের প্রশ্ন— ক্লিনিক কর্তৃপক্ষ কোনো প্রকার অবহেলা বা ভুল পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছিল কি না।
নূর হোসেনকে পুনরায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনও অস্পষ্টতা রয়েছে। তবে এই ঘটনার পর সংশ্লিষ্ট বেসরকারি ক্লিনিকের লাইসেন্স ও চিকিৎসকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

