বাগেরহাটের মোংলায় পশুর নদীতে জ্বালানি তেল সংগ্রহের সময় নৌপুলিশের একটি হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কাজী মাহবুব (২৮) নামে এক নৌপুলিশ সদস্য শরীরের বিভিন্ন অংশ পুড়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে দিগরাজ সংলগ্ন বাজুয়া ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মোংলা নৌপুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে এডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বোটটি প্রস্তুত রাখা হচ্ছিল। বুধবার রাতে জ্বালানি তেল সংগ্রহের জন্য চালকসহ দুই পুলিশ সদস্য বোটটি নিয়ে দিগরাজ বাজুয়া ঘাটে যান। তেল নেওয়া শেষে বোটটি পুনরায় চালু করার উদ্দেশ্যে স্টার্ট দিতে গেলে ব্যাটারির সংযোগস্থল থেকে স্পার্ক (বৈদ্যুতিক স্ফুলিঙ্গ) হয়। বোটটিতে দাহ্য পদার্থ পেট্রোল থাকায় মুহূর্তের মধ্যেই আগুন পুরো বোটে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার পর বোটে থাকা এক সদস্য সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চালক কাজী মাহবুব দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সদস্যরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছান। প্রায় এক ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে হাই-স্পিড বোটটির ইঞ্জিন ও কাঠামো উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই শর্ট সার্কিট হয়েছে, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

