বদলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর জেলা বিএনপি উপজেলার দুই নেতার পদ সাময়িকভাবে স্থগিত করেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শার্শা উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিবর রহমান বৈদ্যের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার পদ স্থগিত করা হয়েছে। তিনি দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
একই দিনে সদর উপজেলার ইছালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেনকেও সাংগঠনিক নিয়ম ভঙ্গের অভিযোগে পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থানে সহ-সভাপতি-১ অস্থায়ীভাবে সভাপতির দায়িত্ব পালন করবেন।

