যশোরের ঝিকরগাছায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

আরো পড়ুন

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে গদখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামকে গদখালী বাবুপাড়া মোড় এলাকা থেকে আটক করে ঝিকরগাছা থানা পুলিশ। একই দিন সকাল ৯টার দিকে বাঁকড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদকে আলিপুর গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতার করে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

 

আরো পড়ুন

সর্বশেষ