যশোরে গৃহবধূকে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় হামলা

আরো পড়ুন

যশোর সদর উপজেলার তরফনওয়াপাড়ায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ১২ এপ্রিল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এক সপ্তাহ পর ১৯ এপ্রিল (শনিবার) ভুক্তভোগী দিপালী দাস যশোর কোতোয়ালি থানায় ছয়জনের নাম উল্লেখ করে এবং আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন—পলাশ দাস, বাধন দাস, বিধিশা দাস, দেবাশীষ দাস, পারুল দাস ও বেকী দাস। ঘটনার তদন্ত করছে তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এসআই আল আমিন।

অভিযোগ সূত্রে জানা যায়, দিপালীর বাড়ির পাশেই পলাশ দাসের বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি নানা অশালীন মন্তব্য ও কুপ্রস্তাব দিয়ে দিপালীকে উত্যক্ত করে আসছিলেন। এসব প্রস্তাবে সাড়া না দেওয়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত ১২ এপ্রিল সকাল ১০টায় পলাশ দাস আবারো কুরুচিপূর্ণ প্রস্তাব দেন এবং গালাগাল করতে থাকেন। দিপালী প্রতিবাদ করলে পলাশ ও তার সহযোগীরা একত্রিত হয়ে দিপালীর ওপর হামলা চালায়।

মারধরে আহত দিপালীকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

দিপালী দাস আশঙ্কা প্রকাশ করে বলেন, অভিযুক্তরা আবারও তার ও পরিবারের ওপর হামলা করতে পারে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা চান।

তদন্ত কর্মকর্তা এসআই আল আমিন জানান, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদীপক্ষের সঙ্গে কথা হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

সর্বশেষ