যশোরে কুখ্যাত কুদরত-ইমন গ্যাংয়ের সদস্য হৃদয় (২৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৬ এর যৌথ টিম। আটক হৃদয় একাধিক হত্যা ও সন্ত্রাস মামলার আসামি এবং একটি খুনের মামলায় পলাতক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে র্যাব-৬ যশোরের একটি ইউনিট ডিবি পুলিশের সঙ্গে সমন্বয় করে।
আটক হৃদয় সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত ওহাব আলীর ছেলে। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলা রয়েছে।
যশোর জেলা ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক ভূঁইয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমরা হৃদয়ের অবস্থান শনাক্তের চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত যৌথ অভিযানে তাকে আটক করতে সক্ষম হয়েছি।”

