আওয়ামী লীগ সরকারের পতনের পর খুলনায় এই প্রথম দলটির নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে খুলনার জিরো পয়েন্ট এলাকায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা জেলা শাখা’র ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, একদল লোক ব্যানার হাতে বিক্ষোভ করছেন। ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি রয়েছে। এ সময় ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’—এমন স্লোগান দিতে দেখা যায় মিছিলকারীদের।
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমাদের উপর নির্দেশনা ছিল, মিছিলে যেন পরিচিত কোনো মুখ না থাকে। তাই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপেক্ষাকৃত অপরিচিত নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।”
জিরো পয়েন্ট এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানার আওতাধীন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল বাশার বলেন, “হঠাৎ করেই একটি গাড়ি থেকে নেমে মিছিল করে দ্রুত সরে পড়ে তারা। সকালের দিকে রাস্তাঘাট ফাঁকা থাকায় দ্রুত পালিয়ে যায়। পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে এবং মিছিলকারীদের শনাক্তে তৎপরতা চলছে।”

