কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা।
রোববার (২০ এপ্রিল) সকাল ১১টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত যশোরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা মিছিলসহ ইনস্টিটিউট চত্বর থেকে নিউমার্কেট হয়ে ভৈরব চত্বরে এসে জড়ো হন।
সমাবেশে নেতৃত্ব দেন সিভিল টেকনোলজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী তানভীর আহম্মেদ রমেল ও জুনাইদ বিন জামান।
এ সময় উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক রিফাত হোসেন, সাধারণ শিক্ষার্থী সুজন আলী ও আলাউদ্দিন।
এছাড়া কর্মসূচিতে কপোতাক্ষ পলিটেকনিক ইনস্টিটিউট, বিসিএমসি কলেজ ও মুসলিম এইডের শিক্ষার্থীরাও অংশ নেন।
বক্তব্যে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সংস্কার ও দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

