যশোরে দুই গ্রুপের সংঘর্ষ: বোমাবাজি ও গুলির ঘটনায় আতঙ্ক

আরো পড়ুন

যশোর  শহরের ষষ্ঠিতলা এলাকায় দুই প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে বোমাবাজি ও গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ এপ্রিল) গভীর রাতে এই সংঘর্ষে পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মেয়েলী বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রেলবাজার রোড (সুরেন্দ্রনাথ রোড) ও মুজিবসড়ক বাইলেন এলাকার দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জেরে মঙ্গলবার রাতে বাইলেন এলাকার একদল যুবক মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়। এ সময় দেবা নামের এক যুবককে আটকে রাখে রেলবাজার রোডের প্রতিপক্ষ গ্রুপ এবং গুলিও চালায়।

এরপর মুজিবসড়ক বাইলেন এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে পাল্টা আক্রমণ চালায়। একপর্যায়ে প্রতিপক্ষ পিছু হটে এবং দেবাকে তারা উদ্ধার করে নিয়ে যায়। যাওয়ার সময় ওই গ্রুপ ছয় থেকে সাতটি বোমার বিস্ফোরণ ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়দের অভিযোগ, এসব ঘটনায় যারা জড়িত, তারা বেশিরভাগই এলাকায় পরিচিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। সংঘর্ষের পেছনে মেয়েলী কোনো কারণ আছে কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

আরো পড়ুন

সর্বশেষ