শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার

আরো পড়ুন

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আজ (৩ এপ্রিল ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে শার্শা থানার এসআই (নিঃ) শেখ আশরাফুল আলমের নেতৃত্বে একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রামচন্দ্রপুর এলাকায় রাস্তার ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। তথ্যের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয় এবং উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে, ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে শার্শা থানায় মামলা (নম্বর-০৩, তারিখ- ৩/০৪/২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় রুজু করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ