যশোর শহরের গাড়িখানা রোডের মসজিদ গলিতে গত ২৬ মার্চ রাতে একসাথে আটটি দোকানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে রামনগরের চিহ্নিত সন্ত্রাসী কেরামত আলী ছট্টু ওরফে মামুনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে তাকে আটক করা হয়।
ছট্টু রামনগর পুকুর কুল গ্রামের মৃত বেলায়েত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক, চুরি ও বিস্ফোরক আইনে ছয়টি মামলা রয়েছে। সাম্প্রতিক চুরির ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, গত বুধবার ভোর ছয়টা থেকে সাতটার মধ্যে সংঘবদ্ধ চোরচক্র দোকানগুলোতে হানা দেয়। কয়েকটি দোকান থেকে নগদ টাকা লুট করা হয় এবং অন্যান্য দোকান ভাঙচুর করা হয়।
এ ঘটনায় চায়না বাটারফ্লাই দোকানের মালিক জাকির হোসেন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় পুলিশ ২৯ মার্চ ষষ্ঠিতলা এলাকা থেকে মনিরুল ইসলাম সাগর নামে একজনকে আটক করে। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে ছট্টুকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

