অনুষ্ঠানে অসুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি তাঁদের সন্তানদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদান করা হয়। এই উদ্যোগকে উপস্থিত সাংবাদিকরা স্বাগত জানান এবং এর মাধ্যমে তাদের জীবনের সংকটময় সময়ে সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহাম্মদ আবদুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করেন। তাঁদের কল্যাণে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা সব সময় তাঁদের পাশে থাকতে চাই।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ও খুলনা বিভাগের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
জাগো/মেহেদী

