সকালে ঘুম থেকে না ওঠার জন্য তাগাদা দেওয়ায় পাবনার সাঁথিয়ায় এক ব্যক্তি নিজের বাবাকে কুপিয়ে হত্যা করেছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে পাইকরহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে মানিক হোসেন (২৮) বাবার তাগাদায় ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবা আবদুল মালেককে (৬০) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। ঘটনার পর মানিক পালিয়ে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মালেক একজন কৃষক ও বাঁশের ব্যবসায়ী। তাঁর বড় ছেলে মানিক হোসেন বাবার কাজে সহায়তা করতেন। শুক্রবার রাতে বাবা ছেলে মানিককে সকালে কাজে যাওয়ার জন্য আগেই বলে রেখেছিলেন। তবে সকাল নয়টার দিকে ঘুম থেকে না ওঠায় বাবা তাগাদা দিলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মানিক ঘরের কুড়াল দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি নিশ্চিত হয়েছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি। অভিযুক্ত মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

