নোয়াখালীতে চুলার আগুনে পুড়ে ছাই হলো ১৬টি দোকান

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৩ মার্চ) ভোরে মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন লাগার ঘটনা ঘটেছে শনিবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এ অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে ঘরে চলে যান। রাত পৌনে ১টার দিকে হোরনের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি এবং সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ১টি কাপড়ের দোকান, ৩টি চায়ের দোকান, ১টি মুরগির দোকান এবং ৩টি মুদি দোকানসহ মোট ১৬টি দোকান পুড়ে গেছে।

মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, একটি চায়ের দোকানের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ