যশোরে চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব আটক

আরো পড়ুন

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও ২৩ মামলার আসামি কাজী রাকিব ওরফে ভাইপো রাকিবকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টা ১৫ মিনিটে ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঁঞার নেতৃত্বে একটি দল বেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ভাইপো রাকিব শংকরপুর এলাকার তৌহিদুল ইসলামের ছেলে। ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঁঞা জানান, তার বিরুদ্ধে চারটি হত্যা, সাতটি অস্ত্র, চারটি বিস্ফোরক এবং চাঁদাবাজিসহ মোট ২৩টি মামলা রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৫ সালের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

ডিবির অভিযানে এসআই শেখ আবু হাসানসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য, ভাইপো রাকিবকে এর আগেও একাধিকবার পুলিশ আটক করেছিল। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান। যশোরে ফিরে তিনি আবারও অপরাধে জড়িত হন বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ