ভোকেশনালে উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রাফটম্যান পদে নিয়োগের প্রতিবাদে যশোরে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বুধবার, শহরতলীর হাইকোর্ট মোড়ে তারা এই বিক্ষোভ করেন।
পলিটেকনিক শিক্ষার্থী মেহেদী হাসান মানিক জানান, ভোকেশনালে যারা লেখাপড়া করেন তারা এসএসসি পাশ করে ৩ থেকে ৬ মাসের কোর্স সম্পন্ন করেন, কিন্তু পলিটেকনিক ইন্সটিটিউটে শিক্ষার্থীরা ৪ বছরের ডিপ্লোমা কোর্স শেষ করেন। তাই, পলিটেকনিক শিক্ষার্থীদেরই ক্রাফটম্যান পদে চাকরির জন্য যোগ্য হওয়া উচিত, ভোকেশনালে উত্তীর্ণরা নয়।
এ সময় সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা শেখহাটি হাইকোর্ট মোড়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশের যানবাহন আটকে পড়ে। পরবর্তীতে তারা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

