সুন্দরবনের গভীর জঙ্গলে এক বৃদ্ধ নারীকে গাছের ডাল থেকে উদ্ধার করেছেন দুই জেলে। গতকাল ১৩ মার্চ সন্ধ্যায় তাকে নিয়ে গাবুরার বাড়িতে ফেরেন তারা।
উদ্ধার হওয়া নারীর নাম শুকুরুন নেছা। জানা গেছে, তার একটি ছেলে রয়েছে, যার নাম রফিকুল এবং তিনি খুলনার বাসিন্দা। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে বিস্তারিত কিছু জানাতে পারেননি।
উদ্ধারকারী জেলেরা জানান, তারা কাঁকড়া ধরতে গিয়েছিলেন এবং ফেরার পথে বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে বৃদ্ধাকে দেখতে পান। পরে তারা দ্রুত তাকে নিচে নামিয়ে নৌকায় তুলে নেন।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “এ ধরনের ঘটনা আমাদের জানা নেই। তবে প্রশ্ন থেকে যায়, এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পৌঁছালেন?” তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

