প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব কক্সবাজার পৌঁছেছেন

আরো পড়ুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারে পৌঁছেছেন। তারা রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতারে অংশগ্রহণ করবেন। এ সফরের মাধ্যমে তারা রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানাবেন।

জাতিসংঘ মহাসচিবের এই সফরটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইউএসএআইডি কার্যক্রম বন্ধের পর বিশ্বব্যাপী সহায়তা কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পর্যাপ্ত তহবিলের অভাবে রোহিঙ্গা শরণার্থী শিবিরে খাদ্য রেশন কমানোর বিষয়ে সতর্ক করেছে। এ পরিস্থিতিতে, গুতেরেসের এই সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া, ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনটি প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে রয়েছে জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে রোহিঙ্গা বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন।

সফর শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব আজ সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

 

আরো পড়ুন

সর্বশেষ