ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি এলাকার গড়াই নদীতে ভেসে ওঠা বিশাল আকৃতির কুমিরটি স্থানীয় জনতা রাতের বেলায় আটক করেছে। কুমিরটি ৮ থেকে ১০ ফুট লম্বা ছিল এবং কোনো ব্যক্তি আহত হয়নি। ঘটনার পর সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের সহায়তায় কুমিরটি শৈলকুপা থানা পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা জাল দিয়ে প্রথমে কুমিরটি আটকের চেষ্টা করেন, পরে পানি ঢেলে এবং রশি দিয়ে কুমিরটিকে শান্ত করে আটক করেন। হাজার হাজার গ্রামবাসী কুমিরটি দেখতে মাঠে জড়ো হয়। বন বিভাগের কর্মকর্তারা কুমিরটি উদ্ধার করতে খুলনা থেকে রওনা হয়েছেন।

