মাদারীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন

মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নে বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের ফলে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের খোয়াজপুরে সংঘর্ষটি ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে আগুন দেওয়া হয়। নিহতরা হলেন সাইফুল সরদার (৪০) ও আতাউর সরদার (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বালু ব্যবসা নিয়ে মো. শাজাহান ও মতিন মোল্যার সঙ্গে সাইফুল সরদারের বিরোধ ছিল। এ সংঘর্ষে সাইফুল ও তার ভাই আতাউর নিহত হন, এবং অলিল সরদার ও তরুণ পলাশসহ তিনজন আহত হন। আহতদের মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ