মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে যশোরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। যশোর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের পর মিছিলটি শহর প্রদক্ষিণ করে টাউনহল মাঠে গিয়ে শেষ হয়।
অপরদিকে, দুপুরে শ্রাবনী শান্তার নেতৃত্বে সচেতন নারী সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাবের সামনে পৃথক একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এদিকে, মাগুরায় সংঘটিত শিশু ধর্ষণের ঘটনায় আজ শিশুটির মা থানায় মামলা করেছেন। এজাহারে তিনি অভিযোগ করেন, তার বড় মেয়ের স্বামীর সহায়তায় শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন। এই ঘটনার বিষয়ে মেয়ের শাশুড়ি ও ভাশুর জানতেন এবং তারা বিষয়টি ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা করেন।
শনিবার সকালে শিশুটির মা তার বড় মেয়ে ও স্বামীর মাধ্যমে মাগুরা সদর থানায় এজাহার পাঠান। পরে দুপুর তিনটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪) এর ক/৩০ ধারায় ধর্ষণ ও গুরুতর আহত করার অভিযোগে মামলা রেকর্ড করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন।

