শার্শা কথিত বিএনপি নেতা বিতর্কিত ডাবলু আটক।

আরো পড়ুন

শার্শা উপজেলার জিরেনগাছা, কাশিয়াডাঙ্গা ও মাটিপুকুর এলাকার স্থানীয় জনমনে আতঙ্কের নাম আরমান হোসেন ডাবলু (৪৫)। তিনি গত শুক্রবার রাতে যশোর জেলা ডিবি পুলিশের হাতে আটক হন। গত বছরের জুলাই-আগস্টে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর, আরমান হোসেন ডাবলু তার বাহিনী “উলাশী ডাব্লিউ গ্যাং” দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে শুরু করেন। মাদক, চাঁদাবাজি, লুটপাট ও নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন।

তার বিরুদ্ধে এলাকায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, বোমাবাজি ও অপকর্মের অভিযোগ রয়েছে। পুলিশ তার গ্রেফতারির জন্য অভিযান চালালে, তিনি এবং তার বাহিনী পুলিশকে টার্গেট করে এলাকাবাসীকে জড়ো করে ককটেল/বোমা নিক্ষেপ করেছিল। এছাড়া ২৬ নভেম্বর ২০২৪ তারিখে শার্শা উপজেলার একটি স্থানীয় বিএনপি গ্রুপের সহিংসতায় তার ভূমিকা ছিল। অবশেষে, ডিবি পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ