চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ২ কেজি ৩৩৫ গ্রাম সোনা উদ্ধার,

আরো পড়ুন

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী হুদাপাড়া এলাকা থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার একটি চালান স্থানীয় একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একটি বিজিবি দল সীমান্ত পিলার ৯৬/৪-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে অবস্থান নেয়।

সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরহুম রমজান আলী খানের ছেলে হারুন (৩৫)-এর বাড়ির পাশে পরিত্যক্ত গোয়াল ঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান।

বিজিবি সদস্যরা গোয়াল ঘরের ভেতরে ঝুলানো একটি নেটের ব্যাগ থেকে সাদা বাইন্ডিং টেপে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করে। সেগুলোর ভেতরে কালো স্কচটেপে মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি সোনার বার পাওয়া যায়।

বিজিবির পক্ষ থেকে নায়েক ইকবাল হোসেন দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার হওয়া সোনার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ