ঝিনাইদহের শৈলকুপায় দুই ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ থামাতে গিয়ে শফিকুল ইসলাম সুফি শেখ (৩৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুফি শেখ বন্দেখালী গ্রামের নবাব আলীর ছেলে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। পুলিশ ইতোমধ্যে ইদ্রিস আলী ইদু নামে একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দেখালী গ্রামের মোবারক হোসেনের দুই ছেলে সাকেন আলী ও ইদুর মধ্যে চার কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সকাল ৯টার দিকে ইদু তার ভাই সাকেন আলীর জমি দখল করতে গেলে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে।
প্রতিবেশী সুফি শেখ মারামারি থামানোর চেষ্টা করলে ইদ্রিস আলী ইদু তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। একই হামলায় সামসুল ইসলাম, ফিরোজ, সালামত ও সুফি উদ্দিন নামে আরও চারজন আহত হন।
গুরুতর আহত অবস্থায় সুফি শেখকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
নিহতের স্ত্রী লিখা খাতুন বলেন,
“আমার স্বামী একজন গরু ব্যবসায়ী। দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ইদু তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।”
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন,
“জমি নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষ হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”
শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অমিত বর্মণ জানান,
“আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

