ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের দায়ের কোপে নিহত ১, আহত ১

আরো পড়ুন

ঝিনাইদহের শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর দায়ের কোপে সুফি বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শামছুল মৃধা (৩১)।

শুক্রবার সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বন্দেখালি গ্রামের লাকির মোড়ে জমি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী মৃত মোবারেক হোসেনের ছেলে ইদু ধারালো দা নিয়ে হামলা চালান। তিনি এলোপাতাড়ি কোপাতে থাকলে সুফি বিশ্বাস ও শামছুল মৃধা গুরুতর আহত হন। পরে তাদের দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথেই সুফি বিশ্বাসের মৃত্যু হয়। আহত শামছুল মৃধার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত সুফি বিশ্বাস বন্দেখালি গ্রামের নবাব বিশ্বাসের ছেলে, আর আহত শামছুল মৃধা একই গ্রামের আফসার মৃধার ছেলে।

ঘটনার পর বন্দেখালি গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

আরো পড়ুন

সর্বশেষ