কেশবপুরে মামলা করে বিপাকে, বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আরো পড়ুন

 সাজেদা বেগম নামের এক নারীর অভিযোগের উপর ভিত্তি করে, যেখানে তিনি দাবি করেছেন যে কেশবপুরের আটন্ডা গ্রামে তার পৈত্রিক সম্পত্তিতে লাগানো ৩০টি মেহগনি গাছ স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর ও তার সহযোগীরা কেটে নিয়েছেন। বাধা দিতে গেলে তারা খুন-জখমের হুমকি দেয়।

এই ঘটনার পর সাজেদা বেগম আদালতে মামলা দায়ের করেন এবং তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছেন বলে উল্লেখ করেছেন। মামলা তুলে নিতে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। বর্তমানে তিনি স্বামী ও সন্তানসহ আসামিদের ভয়ভীতি প্রদর্শনের কারণে বাড়িতে থাকতে পারছেন না। সাজেদা বেগম এই অবস্থার থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ