মুজিবনগর সীমান্তে সোনা পাচারের সময় ১ ভারতীয় নাগরিকে আটক করেছে:: বিজিবি

আরো পড়ুন

 মেহেরপুরের মুজিবনগর সীমান্তে সোনার ১৮টি বারসহ নুর হোসেন (৪৮) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ভবেরপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নুর হোসেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হৃদয়পুর গ্রামের বাসিন্দা। বিজিবি মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম জানিয়েছেন, সীমান্ত দিয়ে ভারতে সোনা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। মুজিবনগর উপজেলার ১০৪ নম্বর মেইন পিলারের অধীন ৫ নম্বর সাব পিলারের কাছে নুর হোসেনকে আটক করা হয়। তার শরীর

473237925 1137246178107135 5372039066415778954 n.jpg? nc cat=100&ccb=1 7& nc sid=0024fc& nc ohc=OcNWnDV36SkQ7kNvgG8wQSr& nc ad=z m& nc cid=0& nc zt=23& nc ht=scontent

 তল্লাশি করে কোমরে লুকানো কাপড়ের ভেতর থেকে ২ কেজি ১৮ গ্রাম ওজনের সোনার ১৮টি বার উদ্ধার করা হয়।

বিজিবি ৬ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, নুর হোসেন কীভাবে অবৈধভাবে দেশে প্রবেশ করে সোনার বার

সংগ্রহ করে ভারতে ফেরার চেষ্টা করছিলেন, সে বিষয়ে
তদন্ত চলছে। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং উদ্ধারকৃত সোনার বারগুলো মেহেরপুর ট্রেজারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরো পড়ুন

সর্বশেষ