দেশে দাম বেড়েছে সিগারেটের, ধূমপান ছাড়ার ঘোষণা আমির খানের

আরো পড়ুন

অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এসব পণ্যের মধ্যে সিগারেটও রয়েছে। ফলে বাড়ছে পণ্যটির দাম। এদিকে, ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। 

জানা গেছে, নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। এছাড়া মধ্যমস্তরে ৭০ টাকা থেকে ৮০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে। উচ্চস্তরে ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং সম্পূরক শুল্ক ৬৫ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 

এদিকে, হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে ধূমপান ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। একটি অনুষ্ঠানে ছেলে জুনায়েদ খানের সামনে ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

 

আরো পড়ুন

সর্বশেষ