বাংলাদেশ পুলিশের ৫০ জন পুলিশ সুপার এবং ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপারকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির সিদ্ধান্ত জানানো হয়।
দুটি প্রজ্ঞাপনে ১৯ ও ৩১ জন পুলিশ সুপার এবং অন্য একটি প্রজ্ঞাপনে ২৪ জন অতিরিক্ত পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার, সিআইডি, এসবি, র্যাব, সিএমপি, পিবিআই, এপিবিএন, আরএমপি এবং বিএমপিসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।