জেলা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।
সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক এবং গণতন্ত্রের মা। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার মধ্যে আন্দোলন, সংগ্রাম, গণতন্ত্র ও ভোটের অধিকার দেখতে পায়। তাই তার সুস্থতা ও বেঁচে থাকা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং তার উন্নত চিকিৎসার সুযোগ থেকেও তাকে বঞ্চিত করেছে। তবে জনগণই তাদের নেত্রীকে মুক্ত করে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে।
দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও নগর বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।