যশোরে তাবলীগের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে ওলামা মাশায়েখ ও দাওয়াত ও তাবলীগের সাথীবৃন্দের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা তাবলীগের সাদপন্থীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা, টঙ্গী বিশ্ব ইজতিমায় ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
বক্তারা বলেন, মৌলভী সাদের বিতর্কিত ভূমিকার কারণে দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সংকটে পড়েছে। তারা ৬ দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধ করা এবং হামলাকারীদের শাস্তি নিশ্চিত করা। আগামী ২৫ জানুয়ারি ওলামা সম্মেলন থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।