১২ বছর পালিয়ে থেকেও শেষ পর্যন্ত ধরা পড়েছেন অর্থ আত্মসাৎ ও চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাফেজ ওলিয়ার রহমান। তিনি ঝিকরগাছার শিওরদা গ্রামের ইন্তাজ আলীর ছেলে। ৩০ ডিসেম্বর ডিআইজির নির্দেশে ঝিকরগাছা পুলিশ তাকে খুলনা থেকে আটক করে।
জানা যায়, ২০১২ সালে দৈনিক লোকসমাজের ফটোসাংবাদিক হানিফ ডাকুয়া তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর ২০১৪ এবং ২০১৭ সালে মামলাগুলোর রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। যশোর আদালত থেকে তার বিরুদ্ধে সি.আর/এস.আর ১২৯/১৩-১৩০/১৩ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে ঝিকরগাছা থানায় বারবার পরোয়ানা পাঠানো হলেও তাকে গ্রেফতার করা হয়নি।
পরবর্তীতে হানিফ ডাকুয়া ডিআইজির কাছে অভিযোগ করেন। ডিআইজির নির্দেশনার পরই ৩০ ডিসেম্বর তাকে আটক করা হয়।
জাগো/মেহেদী

