ডাকাতির প্রস্তুতিকালে আ.লীগ নেতা ও তার সহযোগীদের আটক, বিদেশি অস্ত্র উদ্ধার

আরো পড়ুন

যশোরের চৌগাছা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফাসহ চারজনকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করেছে ডিবি পুলিশ। রোববার রাতে যশোর শহরতলীর শেখহাটি হাইকোর্ট মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটকদের কাছ থেকে বিদেশি দুইটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৯-২২৯৩) উদ্ধার করা হয়। সোমবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর ই আলম সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আটকদের পরিচয়

গোলাম মোস্তফা: চৌগাছা পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

রকি বিশ্বাস: চৌগাছা উপজেলার পুড়পাড়ার বাসিন্দা।

ফিরোজ আহমেদ: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বাসিন্দা।

মিজানুর রহমান: যশোরের নতুন খয়েরতলার বাসিন্দা।

অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি

ডিবি পুলিশের এসআই মো. শাহিনুর রহমান ও এসআই বিপ্লব সরকার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ডাকাতরা শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান করছেন। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক গোলাম মোস্তফা ও মিজানুর রহমানের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন, এবং গুলি উদ্ধার করা হয়। কোতয়ালি থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের হয়েছে।

পূর্ব অপরাধের ইতিহাস

স্থানীয় সূত্র মতে, গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িত ছিলেন। অতীতে সাতক্ষীরায় ছিনতাইয়ের সময়ও তিনি পুলিশের হাতে আটক হয়েছিলেন।

ডিবি পুলিশের এই অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ