বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গোডাউন আমতলা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শামীম সরদার (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। নিহত শামীম মোড়েলগঞ্জ উপজেলার সিআরসি এলাকার রুস্তম সরদারের ছেলে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্য ট্রাকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত চালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, সকালেই গোডাউন আমতলা এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক চালক নিহত হন এবং অপর চালক গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় কিছুক্ষণ ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

