গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

আরো পড়ুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহিদুল প্রধান (৪৫)। সংঘর্ষে আরও অন্তত সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ফুলবাড়ি ইউনিয়নের মালাধর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মসজিদ কমিটি গঠন নিয়ে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মুসল্লিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। জুমার নামাজের পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে শাহিদুল গুরুতর আহত হন। তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যে তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন আব্দুর গফুর (৩৮), শাকিল আহমেদ (২৭), এবং শাফিউল সোহাগ (৩০)। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

জাগো/মেহেদী

 

আরো পড়ুন

সর্বশেষ