ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির জেরে যশোর সদরের চুড়ামনকাটিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে চুড়ামনকাটি বাজারে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত প্রান্ত বকসি (১৭) পোলতাডাঙ্গা গ্রামের গৌর বকসির ছেলে এবং চুড়ামনকাটি বাজারের একটি দোকানের কর্মচারী। স্থানীয় পুলিশ ও বাসিন্দারা জানিয়েছেন, সম্প্রতি “এল এম লামিম” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রান্ত বকসি একটি পোস্টে কমেন্ট করে, যেখানে তিনি বাংলাদেশ থেকে মুসলিমদের নিষিদ্ধ করার দাবি করেন।
এ মন্তব্যের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র ও জনতা ক্ষোভে ফেটে পড়ে। উত্তেজিত জনতা প্রান্তের কর্মস্থল ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষত বিএনপির চুড়ামনকাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান এবং জামায়াত নেতা আলমগীর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আইনি পদক্ষেপের আশ্বাস দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করেন।
মাস্টার মিজানুর রহমান জানান, প্রান্ত বকসির মন্তব্য মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। তিনি অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, “অভিযুক্ত প্রান্ত বকসি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।”
যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। অভিযুক্তকে আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

