স্বাধীনতার পর সংখ্যালঘুরা নিরাপদে মায়ের কোলের মতো অবস্থানে রয়েছেন উল্লেখ করে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত কঠিন। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, যা রুখতে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ক্ষমতা ও স্বার্থের পেছনে ছুটলে চলবে না।
বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরিফে অগ্রহায়ণের বার্ষিক মাহফিলের শততম আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত ওলামা ও সুধী সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, “কেউ কেউ দেশে অরাজকতা সৃষ্টি করতে আপনাদের ব্যবহার করার চেষ্টা করছে। আপনাদের সতর্ক থাকতে হবে।”
সমাবেশে উপস্থিত ওলামায়ে কেরাম ও জাতীয় রাজনৈতিক নেতাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।