যশোরের পালবাড়ি তেঁতুলতলা এলাকায় পুকুরে ডুবে রানি নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রানি ওই এলাকার সোহানের মেয়ে।
রানির বাবা সোহান জানিয়েছেন, দুপুরে রানি গোসল করতে বাড়ির পেছনের পুকুরে যায়। দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে পুকুরে রানির মরদেহ ভাসতে দেখে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. বিচিত্র মল্লিক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ডাক্তারের মতে, হাসপাতালে আনার আগেই রানির মৃত্যু ঘটে।

