ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ভবিষ্যদ্বাণী করে শোরগোল ফেলেছে থাইল্যান্ডের এক শিশু জলহস্তী।
থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানায় চার মাস বয়সী পিগমি জলহস্তী মু ডেং ডোনাল্ড ট্রাম্পের জয়ের ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে। চিড়িয়াখানার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, মু ডেংকে দুটি ঝুড়ি দেওয়া হয়—একটিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং অন্যটিতে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসের নাম লেখা ছিল। ঝুড়িগুলোর মধ্য থেকে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে মু ডেং।
এই ভিডিও মার্কিন যুক্তরাষ্ট্রেও ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে জনপ্রিয় কৌতুক অভিনেতা বোওন ইয়াং ‘‘স্যাটারডে নাইট লাইভ’’ শোতে জলহস্তী মু ডেংকে তুলে এনেছেন। শোতে আয়োজিত লাইভ ভোটিংয়ে, মু ডেং ট্রাম্প এবং হ্যারিসকে ৯৩ শতাংশ ভোটে হারিয়ে দিয়েছে।
জলহস্তী মু ডেং-এর ভবিষ্যদ্বাণী বিশ্বজুড়ে আলোচনায় এলেও, প্রাণীদের ভবিষ্যদ্বাণী নিয়ে সংশয় থেকে যায়। যেমন, ২০১০ সালে ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পল আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

